রাজ্যে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ | WB DEO Recruitment 2024 

WB DEO Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর. সদ্য রাজ্যের DM অফিসের পক্ষ থেকে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জারি করা নোটিশ অনুসারে এটি হলো একটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরি। এই পদে রাজ্যের যে কোন প্রান্ত থেকে নারী ও পুরুষ সকল যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে. চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে ১১০০০ টাকা করে বেতন দেওয়া হবে। Data Entry Operator পদে আবেদন জানানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনিও যদি আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আর সময় নষ্ট না করে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আবেদন করুন।

ভ্যাকেন্সি ডিটেলস

পদের নাম – রাজ্যের বীরভূম জেলা DM অফিসের পক্ষ থেকে নতুন করে ডাটা এন্টি অপারেটর পদে নিয়োগের (WB DEO Recruitment 2024) বিজ্ঞপ্তি জারি করেছে। এটি একটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক চাকরি। এই চুক্তির সর্বোচ্চ সময়কাল হলে তিন বছরের।

মোট শূন্যপদ – এই পদে মোট শূন্যপদ রয়েছে চল্লিশটি।

মাসিক বেতন – চাকরি পাওয়া কর্মচারীদের প্রতি মাসে ১১ হাজার টাকা করে বেতন দেয়া হবে. চুক্তিভিত্তিক চাকরি হওয়ার কারণে বেতন বৃদ্ধির কথা অফিশিয়াল নোটিশ উল্লেখ করা নেই।.

আবেদনের জন্য যোগ্যতা (WB DEO Recruitment 2024)

শিক্ষাগত যোগ্যতা – আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করতে হবে. এবং এর পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে দক্ষ হতে হবে.

বয়সসীমা – আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের বয়স ১ই নভেম্বর ২০২৪ তারিখ অনুসারে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে.

নিয়োগ প্রক্রিয়া 

চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের মোট তিনটি পরীক্ষা দিতে হবে. প্রথমে আবেদনকারীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্র্যাকটিকাল টেস্টের জন্য ডাকা হবে. সবশেষে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

পরীক্ষার সিলেবাস

সকল পরীক্ষা মিলিয়ে মোট ৫০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে. লিখিত পরীক্ষা নেওয়া হবে ৩০ নম্বরের. লিখিত পরীক্ষায়  প্রশ্ন থাকবে Arithmetic, General Knowledge, Computer Knowledge বিষয় থেকে মোট ৩০ নম্বরের প্রশ্ন থাকবে। এবং বাকি ২০ নম্বর থাকবে প্র্যাকটিক্যাল পরীক্ষা ও ইন্টারভিউ থেকে।

আবেদন মূল্য 

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনরকম আবেদন মূল্য দেওয়ার দরকার নেই. কারণ অফিসিয়াল নোটিশ আবেদন মূল্যের কথা উল্লেখ করা নেই।

আবেদন প্রক্রিয়া

ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে. প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া রয়েছে. এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে. রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে. ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে দরকারি নথিপত্র গুলো আপলোড করে দেবেন। সবশেষে আবেদন পত্রটি ভালো করে মিলিয়ে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। আবেদন জানানোর পূর্বে অবশ্যই অফিশিয়াল নোটিশটি মনোযোগ সহকারে পড়ে নেবেন।

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে আবেদন জানানো শুরু হয়েছে ১৪ ই নভেম্বর 2014 তারিখ থেকে এবং আবেদন জানানো চলবে আগামী ৩০ শে নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত। এই তারিখের পর আর কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না.

দরকারী লিঙ্ক

Official Notice – Click Here

Official Website – Click Here

Leave a Comment