UCO Bank Recruitment 2024: রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। সদ্য UCO ব্যাংকের পক্ষ থেকে নতুন করে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। UCO Bank পক্ষ থেকে জারি করা নোটিশ অনুসারে এটি একটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক চাকরি। আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক পাশ করতে হবে। এই পদে চাকরি পাওয়া কর্মচারীদের একটি ভালো টাকা বেতন দেওয়া হবে। রাজ্যের যে কোন প্রান্ত থেকে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। UCO Bank Recruitment 2024 সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে নেবেন।
Table of Contents
ভ্যাকেন্সি ডিটেলস
পদের নাম – UCOব্যাংকের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুসারে মোট ০৮ ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যে যে পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদ গুলোর নাম হলো
- Chief Risk Officer (CRO)
- Data Protection Officer
- Chief Manager-Data Analyst
- Manager Data Analyst
- Senior Manager- Climate Risk
- Manager Economist,
- Operational Risk Advisor
- Defence Banking Advisor
মোট শুন্যপদ – ওপরের উল্লেখিত প্রতিটি পদ মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে 12 টি। কোন পদে কতগুলো শূন্য পদে রয়েছে নিচে উল্লেখ করা হলো।
পদের নাম | মোট ভেকেন্সি |
Chief Risk Officer (CRO) | 01 |
Data Protection Officer | 01 |
Chief Manager-Data Analyst | 01 |
Manager Data Analyst | 04 |
Senior Manager- Climate Risk | 01 |
Manager Economist | 02 |
Operational Risk Advisor | 01 |
Defence Banking Advisor | 01 |
মাসিক বেতন – কত টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে, অফিশিয়াল নোটিশের স্পষ্টভাবে উল্লেখ করা নেই। ভালো করে জানতে হলে অফিশিয়াল নোটিশটি দেখে নেবেন।
আবেদনের জন্য যোগ্যতা (UCO Bank Recruitment 2024 Qualification)
শিক্ষাগত যোগ্যতা – UCO ব্যাংকের (UCO Bank Job) প্রতিটি পদে আবেদনের জন্য প্রার্থীদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার কথা অফিশিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে। কোন পদে কি যোগ্যতায় লাগবে জানতে হলে অফিশিয়াল নোটিশটি ভালো করে মনোযোগ সহকারে পড়ে নেবেন।
বয়সসীমা – আবেদনকারীর বয়স ১০ই অক্টোবর ২০২৪ তারিখ অনুসারে সর্বনিম্ন ৪০ থেকে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন মূল্য
আবেদন জানাতে আগ্রহী জেনারেল ও ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ৬০০ টাকা করে আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করতে হবে। এবং SC, ST, PWD ক্যাটাগরি প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
আবেদনকারীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা ও কাজ করার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি শর্ট লিস্ট বানানো হবে। তারপর প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। সবশেষে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন প্রক্রিয়া (UCO Bank Recruitment 2024 Apply)
আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে. অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন জানাবেন নিচে স্টেপ টু স্টেপ আলোচনা করা হলো।
1. প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক প্রতিবেদনের নিচে দেওয়া রয়েছে ক্লিক করলে সরাসরি পৌঁছে যাবেন।
2. এরপর আপনাকে Career অপশনে ক্লিক করতে হবে।
3. তারপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা থাকলে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন।
4. এরপর আপনাকে একটি ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে। ফর্মটি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে দরকারি নাথিপত্র গুলো আপলোড করে দেবেন।
5. তারপর আবেদনমূল্যে জমা করে সাবমিট অপশনে ক্লিক করবেন। UCO bank Job Recruitment 2024 সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অফিশিয়াল নোটিসটি মনোযোগ সহকারে পড়ে নেবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
এই পদে আবেদন জানানো শুরু হয়েছে ৬ই নভেম্বর ২০২৪ তারিখ থেকে এবং আবেদন জানানোর শেষ তারিখ হল ২৬ শে নভেম্বর ২০২৪।
দরকারি লিংক
Official Notice – Click Here
Official Website – Click Here