RPF SI City Intimation Slip 2024: যে সকল পরীক্ষার্থীরা RPF সাব-ইন্সপেক্টর পদের জন্য আবেদন জানিয়েছেন, তাদের জন্য রয়েছে একটি খুশির খবর। সদ্য RRB থেকে RPF Si City Intimation Slip 2024 প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পরীক্ষার তারিখ এবং স্থান ইত্যাদি বিষয় খুব সহজেই জানতে পেরে যাবেন। আপনিও যদি RPF SI City Intimation Slip 2024 সম্পর্কে বিশদে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। সময় নষ্ট না করে সম্পূর্ণ প্রতিবেদনটি তাড়াতাড়ি পড়ে নেবেন।
Table of Contents
RPF SI City Intimation Slip 2024 কি?
আরপিএফ এসআই সিটি ইন্টিমেসন স্লিপ হল এমন একটি নথি যার মধ্যে পরীক্ষার্থী পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা স্থান ইত্যাদি বিষয় বিস্তারিত উল্লেখ করা থাকে। SI City Intimation Slip পরীক্ষার ঠিক ১০ দিন আগে প্রকাশ করা হয়। যাতে পরীক্ষার্থীরা সঠিক সময়ের মধ্যে পরীক্ষা স্থানে পৌঁছাতে পারেন। এবং এর ফলে পরীক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে সাহায্য হয়।
RPF SI City Intimation Slip 2024 কবে প্রকাশিত হয়েছে?
SI City Intimation Slip ২২ শে নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশ করা হয়। সারাদেশ জুড়ে আয়োজিত হওয়া RPF সাব-ইন্সপেক্টর পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর নির্ধারিত পরীক্ষার তারিখ এবং পরীক্ষার স্থান সহ পরীক্ষার সময় উল্লেখ করা হয়ে থাকে। সাব-ইন্সপেক্টর আয়োজিত হয়েছে চলতি বছরে 2, 3, 9, 12 এবং 13ই ডিসেম্বর ২০২৪ তারিখে। মোট পাঁচ দিন ধরে এই পরীক্ষা হবে।
RPF SI City Intimation Slip 2024 ডাউনলোড করবেন কিভাবে?
SI City Intimation Slip আপনাদের অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হবে। অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবেন নিচের স্টেপ টু স্টেপ উল্লেখ করা হলো।
- প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া রয়েছে ক্লিক করলে পৌঁছে যাবেন।
- এরপর আপনাকে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
- লগইন অপশনে ক্লিক করার পরে আপনার SI City Intimation Slip দেখতে পাবেন।
- তারপর সেটি ডাউনলোড করে নেবেন।
- এরপর SI City Intimation Slip টি প্রিন্ট আউট করিয়ে রাখবেন।
RPF SI City Intimation Slip 2024 – Download Link