সপ্তম শ্রেণী পাশে PNB ব্যাংকের চাকরির সুযোগ | Punjab National Bank Recruitment 2024

Punjab National Bank Recruitment 2024: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে চার ধরনের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই পদে আবেদনের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা লাগবে সপ্তম শ্রেণী পাশ। রাজ্যের যে কোন জেলা থেকে সকল যোগ্য চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুসারে এই পদে খুব বেশি শুন্য পদ নেই। আবেদনকারীর বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এই পদে আবেদন জানানো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনিও যদি আবেদন জানাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে প্রথম দেখে শেষ পর্যন্ত পড়ে  তাড়াতাড়ি আবেদন করুন।

PNB Bank Job Vacancy 2024 ভ্যাকেন্সি ডিটেলস

পদের নাম – Punjab National Bank Recruitment 2024 নোটিশ অনুসারে মোট চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যে চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে সেই পদের নামগুলো হল Faculty, Attender, Office Assistant, Watchman/Gardener

মোট ভ্যাকেন্সি – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে উল্লেখিত চার ধরনের পদে মিলিয়ে মোট শূন্য পদে রয়েছে চারটি।

মাসিক বেতন –  চাকরি পাওয়া কর্মচারীদের ন্যূনতম ১২০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। কোন পদে কত টাকা করে বেতন দেওয়া হবে নিচে উল্লেখ করা হলো।

পদের নামমাসিক বেতন
Faculty৩০,০০০ টাকা
Attender১৪,০০০ টাকা
Office Assistant২০,০০০ টাকা
Watchman/Gardener১২,০০০ টাকা।

আবেদনের জন্য যোগ্যতা (Punjab National Bank Recruitment 2024 Qualification)

শিক্ষাগত যোগ্যতা – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে জারি করা কর্মী নিয়োগের নোটিশ অনুসারে ন্যূনতম সপ্তম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সর্বোচ্চ স্নাতক পাস পর্যন্ত যোগ্যতায় প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। কোন পদে কি যোগ্যতা লাগবে নিজে বিস্তারিত উল্লেখ করা রয়েছে।

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Faculty স্নাতক পাশ
Attenderমাধ্যমিক পাশ
Office Assistantস্নাতক পাশ
Watchman/Gardenerসপ্তম শ্রেণী পাশ

বয়সসীমা – PNB Bank Job Vacancy 2024 নোটিশ অনুসারে আবেদনকারীর বয়স ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা বয়সের দিক থেকে কিছুটা ছাড় পেয়ে যাবেন।

নিয়োগ প্রক্রিয়া (Punjab National Bank Recruitment 2024 Selection Process)

মোট তিনটি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। যে তিনটি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

  1. Written Test
  2. Personal Interview
  3. Demonstration

আবেদন মূল্য (PNB Bank Job Vacancy 2024 Application Fees)

এই পদে আবেদনের জন্য কোনরকম অর্থ প্রদান করতে হবে না। জারি করা নোটিশে কোনরকম অর্থমূল্য প্রদান করার কথা উল্লেখ করা নেই।

আবেদন প্রক্রিয়া (Punjab National Bank Recruitment 2024 Apply)

আবেদন জানাতে আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। প্রথমে আপনাকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। আবেদন পত্রটি অফিশিয়াল নোটিশে দেওয়ার রয়েছে। তারপর আপনাকে আবেদন পত্রটির এক কপি প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। তারপর আবেদন পত্রটি নিজের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নেবেন। তারপর আবেদন পত্রটি সঙ্গে দরকারি ডকুমেন্টস গুলো একটি খামের মধ্যে ঢুকিয়ে নিচে দেওয়া ঠিকানায় সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেবেন। আরো ভালো করে বিস্তারিত তথ্য জানতে হলে অফিশিয়াল নোটিশটি মনোযোগ সহকারে পড়ে নেবেন।

The Director, Punjab National Bank, Bankura, Shamayita Math Compus, Village Ranbahal, P.O Amarkaman, Dist- Bankura, West Bengal, Pin 722133

গুরুত্বপূর্ণ তারিখ (PNB Bank Job Vacancy 2024 Important Date)

এই পদে আবেদন জানানোর শেষ তারিখ হল ২২শে নভেম্বর ২০২৪। এই তারিখের পর আর কোন আবেদন গ্রহণ করা হবে না।

দরকারি লিংক

Official Notice – Click Here

Official Website – Click Here 

Leave a Comment