NICL Assistant Admit Card 2024: পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া জেনে নিন

NICL Assistant Admit Card 2024: যে সকল প্রার্থীরা NICL  সহকারী পদের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য রয়েছে একটি খুশির খবর। সদ্য National Insurance Company Limited পক্ষ থেকে সহকারী পদে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক প্রকাশ করেছে। এর পাশাপাশি পরীক্ষার তারিখ ও ঘোষণা করা হয়েছে। NICL Assistant পরীক্ষার তারিখ, সিলেবাস এবং কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নেবেন।

NICL Assistant পরীক্ষার তারিখ

চলতি বছর ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে সহকারী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে হয়েছিল। সরকারি পদে আবেদন জানানো শুরু হয়েছিল চলতি বছরে ২৪ শে অক্টোবর ২০২৪ তারিখে এবং আবেদন জানানোর শেষ তারিখ ছিল ১১ ই নভেম্বর ২০২৪। এরই মধ্যে NICL পক্ষ থেকে প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে আগামী 30 শে নভেম্বর ২০২৪ তারিখে। এবং এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২২শে নভেম্বর 2024 তারিখ থেকে।

NICL Assistant নিয়োগ প্রক্রিয়া

এই পদে মোট তিনটি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। প্রথমে আবেদনকারীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। সবশেষে লোকাল ভাষা পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।

NICL Assistant পরীক্ষা সিলেবাস

প্রিলিমিনারি পরীক্ষা – সহকারি পদে আবেদনকারীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় সময় সীমা হল ৬০ মিনিটের অর্থাৎ ১ ঘন্টার। এই পরীক্ষার মোট ১০০ নম্বরের নেওয়া হবে। যে সমস্ত বিষয় থেকে এই পরীক্ষায় প্রশ্ন থাকবে সেগুলি হল –

বিষয়পূর্ণমান
English Language৩০ নম্বর
Reasoning Ability৩৫ নম্বরের
Quantitative Aptitude৩৫ নম্বর

লিখিত পরীক্ষা – এই পরীক্ষার মোট ২০০ নম্বরের নেওয়া হবে। এই পরীক্ষার জন্য সময় থাকবে ১২০ মিনিট অর্থাৎ দু ঘন্টা। যে সমস্ত বিষয়বস্তু থেকে প্রশ্ন থাকবে সেগুলি হল

বিষয়পূর্ণমান
English Language৪০ নম্বর 
Reasoning Ability৪০ নম্বর
Numerical Ability৪০ নম্বর
Computer Knowledge৪০ নম্বর
General Awareness৪০ নম্বর

NICL Assistant Admit Card 2024 কিভাবে ডাউনলোড করবেন?

NICL Assistant পরীক্ষার এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন নিচে স্টেপ টু স্টেপ আলোচনা করা হলো। সময় নষ্ট না করে তাড়াতাড়ি পড়ে নিন।

1. প্রথমে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। লিংক নিচে দেওয়া রয়েছে ক্লিক করলে সরাসরি পৌঁছে যাবেন।

2. এরপর আপনাকে Recruitment অপশনে ক্লিক করতে হবে।

3. তারপর “NICL Assistant Admit Card 2024” অপশনে ক্লিক করবেন।

4. এরপর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।

5. তারপর আপনাকে আপনার এডমিট কার্ড দেখানো হবে। এরপর সিটি ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নেবেন।

দরকারি লিংক

NICL Assistant Admit Card 2024 – Download Link

Leave a Comment